Site icon Jamuna Television

ইরানে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ১৩

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে একটি শিয়া মুসলিম মাজারে সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় ১৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৪০ জন। খবর এএফপির।

বুধবার (২৬ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানায়। ফারস নিউজ এজেন্সি জানায়, নিহতের মধ্যে একজন নারী ও দু’জন শিশু রয়েছে।

স্থানীয় গণমাধ্যম প্রাথমিকভাবে জানায়, হামলায় ৩ জন আততায়ী জড়িত রয়েছে। যাদের মধ্যে ২ জনকে আটক করা হয়েছে। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় মাত্র একজন জড়িত ছিলো।

উল্লেখ্য, শাহ চেরাঘের সমাধি অষ্টম শিয়া ইমাম, রেজার ভাই আহমদের সমাধিস্থল এবং দক্ষিণ ইরানের পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত।

এটিএম/

Exit mobile version