Site icon Jamuna Television

ব্রিটিশ রাজপরিবারের প্রতি আনুগত্যের নীতি বহাল থাকছে কানাডায়

ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজপরিবারের প্রতি আনুগত্যের নীতি বহাল থাকছে কানাডায়। বুধবার বিরোধীদের তোলা এ সংক্রান্ত প্রস্তাবটি বাতিল হয়ে যায় ২৬৬-৪৪ ভোটে। এর ফলে দেশটির প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে থাকবেন রাজা তৃতীয় চার্লস। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সম্প্রতি ব্রিটিশ রাজপরিবারের সাথে সম্পর্ক ছিন্নের প্রস্তাব উত্থাপন করে দেশটি বিরোধী কিউবেক পার্টি। বুধবার হাউস অব কমন্সে হয় এ সংক্রান্ত ভোটাভুটি। সংখ্যাগরিষ্ঠ এমপি বিপক্ষে ভোট দেয়ায় বাতিল হয়ে যায় প্রস্তাব।

কানাডায় কোনো আইন পাস হতে হলে দরকার পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন। বিরোধীদের দাবি, রানির মৃত্যুর পর সুযোগ এসেছিল ঔপনিবেশিকতা থেকে মুক্ত হওয়ার। সম্প্রতি ব্রিটিশ রাজপরিবারের প্রতি আনুগত্য তুলে নেয়ার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া।

ইউএইচ/

Exit mobile version