Site icon Jamuna Television

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু: অনুমোদন ছাড়াই চলছিল হাসপাতালটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে আলোচিত চট্টগ্রামের ম্যাক্স হাসাপাতালের নিবন্ধন প্রক্রিয়ায় ত্রুটি আছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

গতকাল রাত ১২টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বৈঠকে তদন্ত কমিটির সদ্য ডা. কাজী জাহাঙ্গীর হোসেন জানান, ম্যাক্স হাসপাতাল স্বাস্থ্য অধিদফতর ও বিএমডিসির অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। তাদের শুধু সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স রয়েছে।

এর আগে রোববার রাতে শিশু রাফিয়ার মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখতে ম্যাক্স হাসপাতালে যায় তদন্ত কমিটি। পরে হাসপাতাল অডিটরিয়ামে সংবাদকর্মীদের সাথে বৈঠকে বসেন কমিটির সদস্যরা। এসময় সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেন চিকিৎসক নেতারা। প্রতিবাদে বৈঠক বয়কট করে হাসপাতালে সামনে অবস্থান নেন সংবাদকর্মীরা।

Exit mobile version