Site icon Jamuna Television

‘জিএসপির ব্যাপারে ইতিবাচক বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের’

বাংলাদেশ জিএসপি সুবিধা পাওয়ার শর্তগুলো পূরণ করেছে। যুক্তরাষ্ট্র ইতিবাচক বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অরুণ ভেনকাতারমন এর সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বলেন, আগামী ডিসেম্বরে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক দ্বিপাক্ষিক ফেরাম টিকফায় জিএসপি বিষয়ে আলোচনা হবে। কটন আমদানির বিষয়টিও গুরত্ব দিচ্ছে বাংলাদেশ।

টিপু মুনশি বলেন, গেল ৫০ বছরে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বেড়েছে। আগামী ৫০ বছরেও এ ধারা অব্যাহত থাকবে। এজন্য উভয় দেশ একসাথে কাজ করতে আগ্রহী।

বৈঠক শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মাশিয়াল সার্ভিস উদ্বোধন করা হয়।

/এমএন

Exit mobile version