Site icon Jamuna Television

তিন ব্যাটারের ফিফটিতে ভারতের বড় সংগ্রহ

ছবি : সংগৃহীত

রোহিত শর্মা, ভিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের অর্ধশতকে নেদারল্যান্ডসকে ১৮০ রানের টার্গেট দিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বৃহস্পতিবার ( ২৭ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

ডাচদের বড় লক্ষ্য দিতে খুব বেশি বেগ পেতে হয়নি টিম ইন্ডিয়াকে। অবশ্য ম্যাচের শুরুতে ওপেনার কে এল রাহুল ৯ রানে সাজঘরে ফিরলে কিছুটা শঙ্কা জাগে ভারতীয় ব্যাটিং লাইনে। তবে এই শঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দেন রোহিত শর্মা ও ভিরাট কোহলি। সাজঘরে ফেরার আগে রোহিত শর্মা করেন ৫৩ রান। এরপর আর উইকেট খোয়া যায়নি ভারতের।

ভিরাট কোহলি ৪৪ বলে ৬২ রান করে অপরাজিত ছিলেন। ইনিংসের শেষ বলে ছক্কা হাকিয়ে অর্ধশতক করেন আরেক ব্যাটার সূর্যকুমার যাদব। ২৫ বলে ৫১ নামের ঝড়ো ইনিংস খেলেন সূর্যকুমার।

ডাচদের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন ভন ম্যাকেরিন ও ফ্রেড ক্ল্যাসেন।

এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে ভারত তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশের সাথে হার দিয়ে মূল পর্ব শুরু করেছে নেদারল্যান্ডস ।

এএআর/

Exit mobile version