Site icon Jamuna Television

হামলার ভয়ে বিএনপির সমাবেশকে ঘিরে বাস চলাচল বন্ধ রাখে মালিকরা: স্বরাষ্ট্রমন্ত্রী

আগুন সন্ত্রাস ও হামলার আশঙ্কার কারণে বিএনপির সমাবেশকে ঘিরে মালিকরা সড়কে বাস নামায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন সেক্টর সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে তিনি এ কথা জানান। বলেন, আন্দোলনের নামে বাস বের হলেই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। তাই বাস মালিকরা সেই আতঙ্কে বাস নামাতে নাও পারে। এটা সরকারের বিষয় না।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ ড্রাইভিং স্কুল বিআরটিএর নীতিমালায় চলবে। স্বল্পতম সময়ে ড্রাইভারদের ডোপ টেষ্টের ব্যবস্থা করা হবে। টার্মিনাল ছাড়া কোথাও থেকে টোল নেয়া যাবে না। এর বাইরে কেউ টোল নিলে চাঁদাবাজির মামলা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, টাস্কফোর্সের ১১১ সুপারিশ নিয়ে আসাদুজ্জামান খান জানান, সিদ্ধান্ত বাস্তবায়ন সময়সাপেক্ষ ব্যাপার। তাদের সেই আন্দোলন তো ঘোষণা দিয়ে শেষ করেনি।

/এমএন

Exit mobile version