Site icon Jamuna Television

৪ বছরের শিশুকে হত্যার পর থানায় হাজির মা

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাট শহরে নিজের ৪ বছরের শিশু সন্তানকে মোবাইল ফোনের চার্জারের তার গলায় পেঁচিয়ে হত্যা করেছে মা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে শহরের বারিধারা মহল্লায় এই ঘটনাটি ঘটে। হত্যা নিশ্চিত করে থানায় গিয়ে পুলিশের নিকট আত্মসমর্পণ করেছেন মা মমিতা দেবী।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

নিহত ওই শিশু কণিকা (৪) জয়পুরহাটের সোনালী ব্যাংক কর্মকর্তা নয়ন কুমার পালের মেয়ে। নয়নের গ্রামের বাড়ি বগুড়ার নন্দী গ্রামের আমরা ঘর গ্রামে। তারা এখানে ভাড়া থাকত বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শিশুর বাবা নয়ন জানান, যথারীতি অন্য দিনের মতো মেয়ের সাথে কথা বলে অফিসে যান এবং অফিসে গিয়েও ফোনে মেয়ের সাথে কথা বলেন। এর কিছুক্ষণ পর আবার সহকর্মী ফোনে জানান তার মেয়েকে হত্যা করেছে তার মা। এরপর সে ঘটনাস্থলে গিয়ে মেয়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। তবে তিনি জানান তার স্ত্রীর মানসিক সমস্যা ছিল।

/এনএএস

Exit mobile version