Site icon Jamuna Television

পর্নোগ্রাফি দেখা নিয়ে ধর্মযাজকদের সতর্ক করলেন পোপ ফ্রান্সিস

ছবি: সংগৃহীত

অনলাইনে পর্নোগ্রাফি দেখা নিয়ে ধর্মযাজক ও সন্ন্যাসীদের সতর্ক করেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, এই অভ্যাস ধর্মীয় মননকে দুর্বল করে দেয়।

সোমবার (২৪ অক্টোবর) ভ্যাটিকান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। খবর আল জাজিরার।

অনুষ্ঠানে ধর্মযাজক ও সন্ন্যাসীদের করা এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল ও স্যোশাল মিডিয়াকে কীভাবে সর্বোত্তম উপায়ে ব্যবহার করা যায়, এই প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।

পোপ বলেন, পর্নোগ্রাফি, এটা এমন এক পাপ যা অনেক মানুষই এর সাথে জড়িত। এমনকি প্রিস্ট আর নানরাও। আর শয়তান সেখান থেকেই অন্তরে প্রবেশ করে।

সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রযুক্তি তাহলে কীভাবে ব্যবহার করা উচিৎ? এমন প্রশ্নের জবাবে পোপ বলেন, এগুলো ব্যবহার করা উচিত, কিন্তু তাতে খুব বেশি সময় অপচয় করা ঠিক না।

পোপ সবাইকে পরামর্শ দেন, ‍মোবাইলে পর্ন থাকলে তা ডিলিট করে দিন, যাতে আপনার হাতের মুঠোয় ওই প্রলুব্ধকারী জিনিস না থাকে।

/এনএএস

Exit mobile version