Site icon Jamuna Television

খেলার মাঠে লাইভ ক্যামেরায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব

ছবি: সংগৃহীত

খেলার মাঠের প্রাণ হলো দর্শক। দর্শক না হলে মাঠে খেলা জমেই না। অবশ্য অনেকেই আসেন খেলা দেখতে আবার কেউ বা নিছক সময় কাটানোর উদ্দেশে।

তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত- নেদারল্যান্ডের ম্যাচ চলাকালীন ঘটে গেলো অন্যরকম এক ঘটনা। আর দক্ষ ক্যামেরাম্যানের নজর এড়ায়নি সেই দৃশ্য।

নেদারল্যান্ডের ব্যাটের ৭ম ওভারে ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে যান দর্শকদের দিকে। আর সেখানেই ধরা পড়ে দৃশ্যটি। খেলা চলাকালীন এক ছেলে তার পছন্দের মানুষটিকে সবার সামনেই হাঁটু গেড়ে প্রপোজ করে বসেন। শুধু প্রপোজ করেই ক্ষান্ত হননি তিনি। আঙুলে পরিয়ে দিয়েছেন রিঙ। রিঙ পরানোর সময় ছেলেটিকে বারবার বলতে শোনা গিয়েছে,’ তুমি কি আমাকে বিয়ে করবে’।

রিঙ পরানোর পরে ছেলে-মেয়ে উভয়েই উভয়কে জড়িয়ে ধরে।

আর সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাদের নিজস্ব ভেরিফায়েড পেজে এই ভিডিও প্রকাশ করেছে। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।

/এনএএস

Exit mobile version