Site icon Jamuna Television

উৎপাদন বাড়াতে কৃষকদের ১৩৭ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে কৃষি মন্ত্রণালয়

রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে কৃষি মন্ত্রণালয়। এর আওতায় এক বিঘা জমিতে চাষের জন্য সারা দেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে বীজ ও সার পাবেন।

বুধবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে। গম ও ভুট্টা ছাড়াও রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, ও খেসারিসহ অন্যান্য ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য এ প্রণোদনা দিচ্ছে কৃষি মন্ত্রণালয়।

এসজেড/

Exit mobile version