Site icon Jamuna Television

সমলিঙ্গের বিয়ের বৈধতা দিলো মেক্সিকো

ছবি: সংগৃহীত

সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিলো মেক্সিকো। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর অন্যান্য রাজ্যগুলোতে সমলিঙ্গের বিয়ে বৈধতা পেলেও ব্যতিক্রম ছিল তামাউলিপাস রাজ্য। বুধবার (২৬ অক্টোবর) এই রাজ্যটিতেও সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেয়া হয়েছে। আর তাই পুরো মেক্সিকোজুড়েই এখন সমলিঙ্গের বিয়ে বৈধ।

মেক্সিকোর বেশিরভাগ জনগণই ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বী। ২০১০ সালে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে সমকামীরা প্রকাশ্যে বিয়ে করেন। ২০১৫ সালে মেক্সিকো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, সমলিঙ্গের বিবাহের ওপর রাজ্যগুলোর নিষেধাজ্ঞা অসাংবিধানিক ছিল। এরপরই রাজ্যগুলো এ বিয়েতে বৈধতা দিতে শুরু করে।

/এনএএস

Exit mobile version