Site icon Jamuna Television

প্যারোলে বেরিয়ে মিউজিক ভিডিও করলেন রাম রহিম

ছবি: সংগৃহীত

ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত ভারতের ধর্মীয় নেতা গুরমিত রাম রহিম সিং প্যারোলে জেল থেকে মুক্তি পেয়ে মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। ইউটিউবে ভিডিওটির দর্শক সংখ্যা হু হু করে বাড়ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাম রহিমের ৪০ দিনের প্যারোল মঞ্জুর করা হয়। এর আগে, ২০১৭ সালে দোষী সাব্যস্ত হওয়া তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

রাম রহিমের নতুন পাঞ্জাবি মিউজিক ভিডিওটি দীপাবলির দিনে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। গানটির সংগীত আয়োজন, কণ্ঠ, রচনা ও পরিচালনায় তার নাম দেয়া হয়েছে। ইউটিউবে ভিডিওটি এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ ৭ হাজার ২৩০ বার দেখা হয়েছে।

/এনএএস

Exit mobile version