Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত অজি কিপার ম্যাথু ওয়েড

অস্ট্রেলিয়ান উইকেট কিপার-ব্যাটার ম্যাথু ওয়েড।

করোনা আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের সদস্য উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েড। অবশ্য চিকিৎসকের গ্রীন কার্ড পেলে খেলতে পারবেন ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে। খবর ক্রিকইনফোর।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে ক্রিকইনফো জানিয়েছে, এই নিয়ে চলতি সপ্তাহে অজিদের শিবিরে দু’বার হানা দিয়েছে করোনা। প্রথমে আক্রান্ত হয়েছিলেন স্পিনার অ্যাডাম জাম্পা। কোভিড পজিটিভ হওয়ার কারণে তিনি খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। তবে ওয়েডের উপসর্গ তেমন গুরুতর নয় বলে দাবি ক্রিকেট অস্ট্রেলিয়ার।

এর আগে, জশ ইংলিশ হাতে চোট পেয়ে বাদ পড়ার পর অস্ট্রেলিয়ার দলে ওয়েডই ছিলেন একমাত্র কিপার-ব্যাটার। তিনি যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন তবে তার জায়গায় কিপিং করতে পারেন ডেভিড ওয়ার্নার। তবে, আজ ম্যাক্সওয়েলকে দেখা গেছে কিপিং অনুশীলনে।

প্রসঙ্গত, এবারের টি-২০ বিশ্বকাপে এখন পর্যন্ত আয়ারল্যান্ডের ১ জন ও অস্ট্রেলিরার ২ জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন।

/এসএইচ

Exit mobile version