Site icon Jamuna Television

ভুল করে তৃতীয় টিকিট কিনেই জিতে নিলেন কোটি টাকা!

ছবি: সংগৃহীত

ভাগ্য ভালো হলে যে কোনো মুহূর্তে জীবন বদলে যেতে পারে। এমনই সুদিন এসেছে এক ব্যক্তির জীবনে। দুইটি লটারির টিকিট কিনেছিলেন কিন্তু সেটা মনে না থাকায় দোকানে গিয়ে তিন নম্বর টিকিটটাও কিনে ফেললেন। এই পর্যন্ত সবটা ঠিকই ছিল। ভবিষ্যত বদলে গেলো যখন তিনটে টিকিটেই পুরস্কার জিতলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ১ কোটি টাকার বেশি পুরস্কার পেয়েছেন ওই ব্যক্তি। বছর ৬৭’র ওই ব্যক্তি মেরিল্যান্ডের টোসনের বাসিন্দা।

ঘটনাচক্রে তিনটি লটারির টিকিট কিনে ফেলেন তিনি। এমনকি ভদ্রলোকের স্ত্রীও এই বিষয়ে অবগত ছিলেন না। প্রতিটি টিকিটেই ৫-১-৩-৫-৯ এই নম্বরগুলি ছিল। আর এই নম্বরগুলোই ভাগ্য বদলে দিয়েছে তার।

তিনটি টিকিট থেকে ১ কোটি ২২ লক্ষ টাকা পেয়েছেন ওই ব্যক্তি। তবে এই প্রথমবার যে তার ভাগ্য খুলেছে এমনটা নয়। ওই ব্যক্তি জানান, লটারিতে যে টাকায় তিনি পান না কেন, পুরোটাই অর্ধেক অর্ধেক দুই মেয়েকে দেবেন তিনি।

/এনএএস

Exit mobile version