Site icon Jamuna Television

শুধু ট্রাফিকের ভুলে নয়, রাজনৈতিক কর্মসূচির কারণেও যানজট হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু ট্রাফিকের ভুল ধরলে হবে না, রাজনৈতিক কর্মসূচির কারণেও যানজট হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, আমি নিজেও যানজটের শিকার হই।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন সেক্টর সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, টাস্কফোর্সের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া চাইলেও দ্রুত করা যায় না। এরপরও সড়কে শৃঙ্খলা আনতে ব্যবস্থা নেয়া হচ্ছে। নিজেও যানজটের মুখে পড়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, যুবদলের রাজনৈতিক কর্মসূচির কারণে আমি যানজটে পড়েছিলাম।

এ সময় টাস্কফোর্সের সিদ্ধান্ত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ ড্রাইভিং স্কুল যথেচ্ছভাবে চলবে না। বিআরটিএ’র নীতিমালা অনুযায়ী চলতে হবে। টার্মিনাল ছাড়া কোথাও থেকে টোল নেয়া যাবে না। এর বাইরে কেউ টোল নিলে চাঁদাবাজির মামলা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসজেড/

Exit mobile version