Site icon Jamuna Television

এক ঘণ্টার জন্য উপজেলা চেয়ারম্যান হলো জারিন

স্টাফ করেসপনডেন্ট, জয়পুরহাট:

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে জয়পুরহাটে এক ঘণ্টার জন্য উপজেলা চেয়ারম্যান হলো জারিন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে প্ল্যান বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশ- এর সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর আয়োজনে ‘গালর্স টেকওভার’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী। এ সময় তিনি এক ঘণ্টার জন্য উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেন সদর থানা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জারিন আনান সাবাকে।

উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে জারিন বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীদের নানান সমস্যা ও তার প্রতিকারের বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যানকে অনুরোধ জানান। এ সময়, শিশু শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নবনিযুক্ত উপজেলা চেয়ারম্যান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য সাবিনা চৌধুরী, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল আলীম মণ্ডল, সাংবাদিক শফিকুল ইসলাম, এনসিটিএফ এর জেলা স্বেচ্ছাসেবক বীথি আকতার, সালেউর রহমান সজিব প্রমুখ।

/এসএইচ

Exit mobile version