Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর স্যাটেলাইটে হামলার হুমকি রাশিয়ার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বাণিজ্যিক স্যাটেলাইটে হামলার হুমকি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপসারণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা কনস্তাতিন ভরোনতসভ এ হুঁশিয়ারি দেন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

কনস্তাতিন বলেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো রাশিয়ার ওপর পশ্চিমা আধিপত্য বিস্তারে মহাকাশ সক্ষমতা ব্যবহারের চেষ্টা করছে। ইউক্রেনকে সহায়তা করতে স্যাটেলাইটের এমন ব্যবহার বিশ্বের জন্য খুবই বিপজ্জনক একটি কৌশল হবে।

জাতিসংঘকে উদ্দেশ্য করে রুশ এই কর্মকর্তা বলেন, পশ্চিমাদের মদদে আমাদের আধা-বেসামরিক অবকাঠামোগুলোতে হামলার পরিকল্পনা করছে ইউক্রেন। স্যাটেলাইট ব্যবহার করে এ ধরনের পরিকল্পনা রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার উত্তেজনাকে আরও উসকে দেবে।

ভরোনতসভ আরও বলেন, আমরা সশস্ত্র সংঘাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাণিজ্যিক ও বেসামরিক মহাকাশ অবকাঠামোগুলো সম্পৃক্ত করার বিষয়ে সতর্ক করছি।

তবে কোনো নির্দিষ্ট স্যাটেলাইট কোম্পানির নাম উল্লেখ করেননি ভরোনতসভ।

/এনএএস

Exit mobile version