Site icon Jamuna Television

৪০০ ইরানি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনে হামলায় মস্কো প্রায় ৪০০ ইরানি ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তিনি বলেন, তেহরানের সরবরাহকৃত এ ড্রোন ব্যবহার করে রুশ বাহিনী ইউক্রেনের বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে। খবর এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের।

বুধবার (২৬ অক্টোবর) দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, রাজধানী কিয়েভে হামলায় রুশ বাহিনী শাহেদ-১৩৬ কামিকাজে ড্রোন ব্যবহার করেছে।

এর আগে গেলো ১৭ অক্টোবর পুতিন বাহিনী ৪৩টি ড্রোন দিয়ে কিয়েভে আক্রমণ শুরু করে। পরে মস্কো ২৮টি ড্রোন দিয়ে হামলা করে। এতে নিহত হয় ৫ জন।

এদিকে মস্কোকে ড্রোন সরবরাহের অভিযোগে পশ্চিমা বিশ্ব ব্যাপকভাবে নিন্দা জানিয়ে আসছে। কিন্তু ইরান বরাবরই ড্রোন সরবরাহের বিষয়টি অস্বীকার করে আসছে।

এটিএম/

Exit mobile version