Site icon Jamuna Television

চট্টগ্রামে নালা থেকে শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের জামালখানে একটি নালা থেকে মারজান হক বর্ষা (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে জামাল খানের সিকদার হোটেলের পেছনের নালা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ অক্টোবর) সিকদার হোটেলের পাশে বিস্কুট আনতে গিয়ে নিখোঁজ হয় নগরীর কুসুমকুমারী সিটি কর্পোরেশন বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী বর্ষা। এ হত্যাকাণ্ডে প্রাথমিকভাবে কাউকে সন্দেহ না করলেও এর রহস্য উৎঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমুলক বিচার দাবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা। এ ব্যাপারে নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তারা।

এ ব্যাপারে সিএমপি (দক্ষিণ) ডিসি মোস্তাফিজুর রহমান বলেন,এ ঘটনার সাথে কারা জড়িত তা আমরা অনুসন্ধান করছি। অনুসন্ধান শেষে আমরা আপনাদের বিস্তারিত জানাবো।

/এসএইচ

Exit mobile version