Site icon Jamuna Television

পরিবারের কাছে ফিরলেন সাগরে উদ্ধার হওয়া ২৩ জেলে

উদ্ধারকৃত ২৩ জেলের সাথে কোস্টগার্ড সদস্যরা।

বাগেরহাট প্রতিনিধি:

ঘূর্ণিঝড় সিত্রাং কবলে পড়ে মাছধরার ট্রলার ডুবে ড্রাম ধরে সাগরে ভাসতে থাকা ২৩ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করে বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতের কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি ও মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ চন্দ্র মজুমদার উদ্ধার হওয়া জেলেদেরকে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

উদ্ধার হওয়া জেলেদের বিষয়ে এক প্রেস বিঙ্গপ্তিতে বলা হয়, সোমবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া এবং ইঞ্জিনের ত্রুটিজনিত কারণে ফিশিং ট্রলার ‘এফভি জেসমিন’ বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এক পর্যায়ে, ফিশিং ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময়, নৌকায় থাকায় জেলেরা মাছ শিকারে ব্যবহৃত ড্রাম ও ভাসমান বস্তু আঁকড়ে ধরে সমুদ্রে ভেসে ছিলেন।

পরে, ভারতীয় কোস্ট গার্ডের একটি বিমান নিয়মিত টহলের সময় জেলেদের দেখতে পেলে তাৎক্ষণিকভাবে একটি বয়া দেয়, যাতে তারা ভেসে থাকতে পারেন। এরপর, মঙ্গলবার (২৫ অক্টোবর) ভারতীয় কোস্ট গার্ডের জাহাজের সাহায্যে তাদেরকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে উদ্ধারকৃত ২৩ জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ স্বাধীন বাংলায় হস্তান্তর করে। জাহাজে জেলেদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। উদ্ধারকৃত জেলেরা সবাই সুস্থ আছেন।

পরে, মোংলার নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের উপস্থিতিতে ট্রলার মালিক পক্ষের প্রতিনিধি ও তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় উদ্ধারকৃত ২৩ জন জেলেকে।

/এসএইচ

Exit mobile version