Site icon Jamuna Television

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় বিধ্বস্ত মাইক্রোবাস; আহত ৪ ভারতীয় নাগরিক

স্টাফ করেসপনডেন্ট, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ৪ মাইক্রোবাস আরোহী আহত হয়েছে। আহত সবাই ভারতীয় নাগরিক। তারা ফরিদপুরের আলফাডাঙ্গায় যাওয়ার পথে কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে দুর্ঘটনার শিকার হন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মাইক্রোবাসে যাওয়ার পথে রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া “টুঙ্গিপাড়া এক্সপ্রেস” ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

আহতদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। তারা ‘কীত্তন’ দলের সদস্য। ভারত থেকে তারা ভোমরা স্থলবন্দর এলাকা থেকে মাইক্রোবাসে চড়ে ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে ‘কীত্তন’ গান গাওয়ার জন্য যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনায় পড়ে।

আহতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রামের বিকাশ বাগের স্ত্রী নমিতা বাগ (৩৫), চব্বিশ পরগনা জেলার গাইযাটা থানার জলেশ্বর কোলনী গ্রামের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস (৪৫), তরাপদ সরকারের ছেলে অনিমেশ সরকার, উত্তর চব্বিশপরগনা জেলার বশিরহাট থানার কানাপাতা গ্রামের হারুন রায়ের ছেলে তুষার রায় (৪০)।

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানিয়েছেন, আহতরা ফরিদপুর জেলার আলফাডাঙ্গার ত্রিনাথ পালের বাড়িতে গান করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যায়।

এটিএম/

Exit mobile version