Site icon Jamuna Television

নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ২ দালাল আটক

নোয়াখালী প্রতিনিধি:

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল সদর উপজেলার সুজাপুর এলাকার আবদুল হাইয়ের ছেলে মো. সুজন (৩১) ও পশ্চিম মাইজদীর সিরাজ মুন্সির ছেলে মো. মানিক (৩২)।

পুলিশ জানায়, বিভিন্ন সময় সদর হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ রোগীদের হয়রানি করে এক শ্রেণির দালালচক্র। তারা রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায় এবং সেখানে পরীক্ষা নিরীক্ষা করে মোটা অঙ্কের কমিশন লুটে নেয়। হাসপাতালের ভেতরে আউটসোর্সিং এ কাজ করা অনেকে এ দালাল চক্রের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এদের নামে বিভিন্ন সময় সাধারণ রোগীরা অভিযোগ করে আসছিলো।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version