Site icon Jamuna Television

কেনার সাথে সাথেই টুইটারের শীর্ষ কর্মকর্তাদের ছাঁটাই করলেন মাস্ক

শীর্ষ মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

টুইটারের মালিক এখন আলোচিত মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আর, কেনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে ছাঁটাই করেছেন মাস্ক। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

শুক্রবার (২৮ অক্টোবর) এ খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো। তারা জানিয়েছে, চাকরিচ্যুত এক্সিলিউটিভদের শুধু ছাঁটাই-ই করা হয়নি; পৌঁছে দেয়া হয়েছে বাড়িতেও।

জানা গেছে, ইলন মাস্কের জন্য টুইটার কেনার সময়সীমা ছিল শুক্রবার পর্যন্তই। পুরো প্রক্রিয়া শেষ করেন ৪৪ বিলিয়ন ডলারে। টুইটার কেনার পুরো প্রক্রিয়া মাস্ক সম্পন্ন করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমটির সিইও পরাগ আগারওয়াল, সিএফও নেড সেগাল এবং লিগ্যাল অ্যাফেয়ার্স চিফ বিজয়া গাড্ডের মাধ্যমে। আর টুইটার কেনার কয়েক ঘণ্টার মধ্যে তাদেরকেই চাকরিচ্যুত করেন মাস্ক।

শুধু তা-ই নয়। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, চাকরিচ্যুতির পর টুইটারের হেডকোয়ার্টার থেকে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে নেড সেগাল ও বিজয়া গাড্ডেকে।

প্রসঙ্গত, গত বুধবার (২৬ অক্টোবর) একটি বেসিন সিংক হাতে নিয়ে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত টুইটারের হেডকোয়ার্টার পরিদর্শন করেন ইলন মাস্ক। এর আগে, টুইটারে নিজের বায়োতে মাস্ক লেখেন ‘চিফ টুইট’।

/এসএইচ

Exit mobile version