Site icon Jamuna Television

রুশ অধিকৃত দোনেৎস্কে হামলা চালিয়েছে ইউক্রেন

দ্য গার্ডিয়ান থেকে সংগৃহীত ছবি।

রাশিয়ার দখলকৃত দোনেৎস্কের একটি রেল স্টেশনের জ্বালানি ট্যাংক এবং তেল ডিপোয় ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। খবর দ্য গার্ডিয়ানের।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দোনেৎস্কের শাখতারস্ক শহরে নিযুক্ত রুশ প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ফায়ার ফাইটারদের রাতভর চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ভস্মীভূত স্টেশনে ছিল ট্রেনের বেশকিছু বগি ও চারটি তেলবাহী ট্যাংকার। যার একটিতে ছিলো দু’হাজার কিউবিক মিটার পরিমাণ জ্বালানি। বাকিগুলোর প্রত্যেকটিতে ছিলো ৪০০ কিউবিক মিটার করে জ্বালানি তেল।

শহর প্রশাসনের দাবি, পশ্চিমাদের দেয়া দূরপাল্লার মিসাইলের মাধ্যমে এ স্থাপনা ধ্বংস করছে ইউক্রেনীয় সেনাবহর। অবশ্য, এ হামলার ব্যাপারে এখনও কোনো স্বীকারোক্তি বা তথ্য জানায়নি জেলেনস্কি প্রশাসন।

প্রসঙ্গত, গত মাসে গণভোটের পর যে ৪টি অঞ্চল নিজ মাণচিত্রে সংযুক্ত করেছিলো রাশিয়া; দোনেৎস্ক তার অন্যতম।

/এসএইচ

Exit mobile version