Site icon Jamuna Television

২য় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি বিশ্ব: পুতিন

ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি এখন বিশ্ব। বিপজ্জনক, রক্তাক্ত ও নোংরা ভূ-রাজনৈতিক খেলা খেলছে পশ্চিমারা। মুখোমুখি অবস্থানে থাকলেও; পশ্চিমাদের শত্রু ভাবে না মস্কো। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে এসব মন্তব্য করেছেন পুতিন।

মস্কোর ভালদাই ডিসকাসন ক্লাবে দেয়া ওই ভাষণে পুতিন বলেন, বিশ্বের ওপর পশ্চিমা প্রভাব ধরে রাখতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তারই ফলাফল ইউক্রেন যুদ্ধ।

পুতিনের দাবি- পশ্চিমারা বিপজ্জনক, রক্তাক্ত ও নোংরা ভূ-রাজনৈতিক খেলা খেলছে। যা, বিশ্বজুড়ে জন্ম দিয়েছে বিশৃঙ্খলার।

পুতিন আরও বলেন, বিশ্বের ভবিষ্যৎ নিয়ে একটা সময় রাশিয়া এবং গুরুত্বপূর্ণ পরাশক্তির সাথে আলোচনায় বসতে হবে পশ্চিমাদের। বর্তমানে মুখোমুখি অবস্থানে থাকলেও; পশ্চিমাদের শত্রু ভাবে না মস্কো।

এ সময়, পারমাণবিক উত্তেজনা সম্পর্কে জানতে চাইলে পুতিন জানান, যতোদিন এসব মারণাস্ত্র থাকবে, ব্যবহারের ঝুঁকিও থাকবে।

এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সোভিয়েত ইউনিয়নের ধ্বংসের মাধ্যমেই ভূ-রাজনৈতিক শক্তিমত্তায় এসেছে বিভেদ। পশ্চিমারা একে বিজয় আখ্যা দিয়ে, বিশ্বে সৃষ্টি করেছে মেরুকরণ। তাদের ইচ্ছা-সংস্কৃতি আর মতাদর্শ চাপিয়ে দিয়েছে গোটা বিশ্বের ওপর। কিন্তু, প্রভাব সৃষ্টির সেই ইতিহাস শেষ হওয়ার পথে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক-অপ্রত্যাশিত এবং গুরুত্বপূর্ণ দশকের মুখোমুখি আমরা। বেশিরভাগ দেশই পশ্চিমাদের একতরফা প্রভাব মানতে নারাজ।

/এসএইচ

Exit mobile version