Site icon Jamuna Television

ইতালির শপিংমলে হামলা, আহত আর্সেনাল ফুটবলার

ছবি: সংগৃহীত

ইতালির মিলানের এক শপিংমলে এক ব্যক্তির ছুরি হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের মধ্যে ফুটবল ক্লাব আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারিও রয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইতালির মিলান শহরের কাছে একটি শপিংমলে এ হামলার ঘটনা ঘটে।

স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ৪৬ বছর বয়সী একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শপিংমলের ক্রেতারা।

হামলাকারীর মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ঘটনার সময় হামলাকারী শপিংমলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন।

জানা গেছে, আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারির পেছনে ছুরিকাঘাত করা হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয়। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

/এনএএস

Exit mobile version