Site icon Jamuna Television

‘ডিসেম্বর থেকে থাকবে না লোডশেডিং’

ফাইল ছবি

আগামী ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে আইইবি’র তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দফতরে ৫ম বার্ষিকী পেপার উপস্থাপন এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, বিদ্যুতের বর্তমান যে সমস্যা আছে সেটি সাময়িক। ডলারের সংকট আছে, সাথে আছে জ্বালানি সংকট। তবে খুব দ্রুত সমস্যা কেটে যাবে। শীতে বিদ্যুতের চাহিদা কমে যাবে। কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে ডিসেম্বরে বিদ্যুৎ পাওয়া যাবে।

তিনি আরও বলেন, দেশে যত শিল্পকারখানা বাড়বে বিদ্যুতের চাহিদা তত বাড়বে। সেই বিষয় বিবেচনা করেই মাস্টার প্লান নিয়ে কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে, সোলার হতে পারে বড় সমাধান। সোলার দিয়ে চাহিদার বড় একটি অংশ মোকাবিলা করার চেষ্টা চলছে।

বিদ্যুৎ ব্যবহারে দেশের মানুষকে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।

/এনএএস

Exit mobile version