Site icon Jamuna Television

অবশেষে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা

আইনি নানা জটিলতার পর অবশেষে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এক যোগে এ পরীক্ষা শুরু হয়ে চলে এক ঘণ্টা। এ পরীক্ষায় ২২৫টি পদের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৩৪ হাজার ৩৬৫ জন।

এর আগে, এ নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গত ১০ মে বাংলাদেশ ব্যাংকে সহকারি পরিচালকের পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে, শুক্রবার হওয়ায় একই সময়ে একাধিক চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে পরীক্ষা থাকায় বিপাকে পড়েছেন চাকরি প্রত্যাশীরা। তাদের অভিযোগ, একটি পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয়েই আরেকটি পরীক্ষা ছাড়তে হচ্ছে তাদেরকে। চাকরির পরীক্ষাগুলো একই দিনে একই সময়ে না দিয়ে ভিন্ন ভিন্ন তারিখে দেয়ার আহবান চাকরি প্রার্থীদের।

/এসএইচ

Exit mobile version