Site icon Jamuna Television

পাকিস্তানের হারে রমিজ রাজাকে একহাত নিলেন আমির

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের কাছে হারার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন দলটির সাবেক পেসার মোহাম্মদ আমির। বোর্ডের সাথে রেষারেষিতে জড়িয়ে ২৮ বছর বয়সেই অবসরের ঘোষণা দিয়েছেন এ পেসার। পিসিবির নির্বাচকদের ওপর যত ক্ষোভ আমিরের!

টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের লজ্জাজনক পরাজয়ের পর ক্ষোভ উগড়ে দিলেন আমির।

নির্বাচকদের সাথে এবার পিসিবি চেয়ারম্যান রমিজ রাজারও অপসারণ চেয়ে টুইট করেছেন পাকিস্তানের এ সাবেক পেসার।

রমিজ রাজাকে তথাকথিত চেয়ারম্যান উল্লেখ করে আমির টুইটে লিখেছেন, প্রথম দিন থেকেই বলছি যে বাজে দল নির্বাচন হয়েছে। এখন এই ব্যর্থতার দায় কে নেবে? এই বিষয়ের দায়িত্ব কার? আমার মনে হয় এখনই সময় এই তথাকথিত চেয়ারম্যান যিনি পিসিবির ‘খোদা’ হয়ে রয়েছেন এবং প্রধান নির্বাচক থেকে পরিত্রাণ পাওয়ার সময় এসেছে।

/এনএএস

Exit mobile version