Site icon Jamuna Television

বিয়ে করছেন আশিকি-২ এর গায়িকা-সুরকার

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণতির দিকে। আশিকি-২ এর গায়িকা ও সুরকার পালক মুছল এবং মিঠুন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শিগগিরই। আগামী ৪ নভেম্বর থেকেই শুরু হবে আনুষ্ঠানিকতা। খবর আনন্দবাজার পত্রিকার।

২০১৬ সালে ‘কাহে ভি দে’ এবং ‘দূর না যা’ গানে একসাথে কাজ করেছিলেন পালক আর মিঠুন। তারপর থেকেই রসায়ন আরও গভীর হতে শুরু করে। একে একে ‘মেরি আশিকি’ এবং ‘চাহু ম্যায় ইয়া না’র মতো জনপ্রিয় গানে জুটি বেধে কাজ করেছেন তারা।

বর্তমানে বলিউডের জনপ্রিয় সুরকারদের মধ্যে অন্যতম মিঠুন। ‘জেহের’, ‘কলিযুগ’, ‘দ্য ট্রেন’ এর মতো আরও বহু বলিউড ছবিতে কাজ করেছেন তিনি। অন্য দিকে পালকও স্বনামধন্য গায়িকা হিসেবে সুপ্রতিষ্ঠিত। সফল এই জুটির বিয়ে নিয়ে তাই বলিউডে এখন সাজ সাজ রব।

এসজেড/

Exit mobile version