Site icon Jamuna Television

চাঁদপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট:

চাঁদপুরে ট্রেনের ধাক্কায় ৫০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় মৃতদেহের কাছ থেকে ৪টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরিচয়পত্র থেকে ধারণা করা হচ্ছে, নিহত ওই বৃদ্ধার নাম আলেয়া বেগম। তিনি শাহারাস্তি উপজেলার দৈলবাড়ি গ্রামের প্রধানীয়া বাড়ির বাসিন্দা হাবিবুর রহমানের স্ত্রী।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর-লাকসাম রেলপথের চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকার হাজীবাড়ি সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২-৩ দিন ধরে ওই নারীকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে ঘটনার দিন চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে আসলে তিনি রাস্তার পাশ থেকে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ। লাশের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ ও পিবিআই।

এসজেড/

Exit mobile version