Site icon Jamuna Television

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে নিহত ৩১

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ৩ লাখ জনসংখ্যার শহর কোটাবাটোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর আশপাশের গ্রামগুলোতেও আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

আঞ্চলিক সরকারের মুখপাত্র ও বেসামরিক প্রতিরক্ষা প্রধান নাগিব সিনারিম্বো বলেন, সাতজন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন মিন্দানাও দ্বীপের দাতু ব্লা সিনসুয়াত শহরের বাসিন্দা। নিহতের সংখ্যা বেড়ে ১৩ থেকে ৩১ জনে দাঁড়িয়েছে।

নাগিব সিনারিম্বো বলেন, ভোরের আগে ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করে। এই প্রথম আমাদের এখানে এমন কিছু হলো। উদ্ধারকারীরা রাবারের ডিঙি নিয়ে ছাদগুলোতে আশ্রয় নেয়া কিছু মানুষকে উদ্ধার করেছে।

/এনএএস

Exit mobile version