Site icon Jamuna Television

মুকেশ আম্বানির বাড়ি দেখাশোনা করেন ৬০০ পরিচারক, তাদের বেতন কতো?

দক্ষিণ মুম্বাইয়ের অল্টমাউন্ড রোডে পৃথিবীর অন্যতম দামি বাড়ি মুকেশ আম্বানির ‘অ্যান্টিলিয়া’। বাড়িটি আয়তনে ৪ লক্ষ বর্গফুট। নামকরণ করা হয়েছে আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপের নামানুসারে। বাড়িটির ভেতরের সাজ-সজ্জা যেকোনো হোটেলকেও হার মানাবে।

তবে অনেকেই হয়তো জানেন না এতো বড় একটি বাড়ি দেখাশোনা করতে প্রায় ৬০০ কর্মী রয়েছে। এদের মধ্যে বাড়ির এবং পরিবারের সদস্যদের নিরাপত্তারক্ষীরাও রয়েছেন। তাদের মনোরঞ্জনের জন্য রয়েছে একটি বিশাল হল ঘর। অ্যান্টিলিয়াকে সাজিয়ে-গুছিয়ে রাখেন এই কর্মীরাই।

সূত্রের খবর, একবার বাড়ির ছোট ছেলে আকাশ আম্বানি এক নিরাপত্তারক্ষীকে অসম্মান করেছিলেন। মুকেশ তা জানতে পেরে খুব রাগারাগি করেন। এমনকি, আকাশকে নিয়ে গিয়ে ওই নিরাপত্তারক্ষীর কাছে ক্ষমাও চাইয়েছিলেন।

তবে বাড়ির কর্মীদের মাসিক বেতন জানতে কৌতূহলী অনেকেই। কর্মীদের হাত খুলে বেতন দেন মালিক। নিরাপত্তারক্ষী থেকে শুরু করে রান্নার বাবুর্চি মাস গেলে অনেকেই বেতন পান ২ লক্ষ টাকা।

সূত্র: আনন্দবাজার পত্রিকার।

এটিএম/

Exit mobile version