Site icon Jamuna Television

হামলার শিকার ন্যান্সি পেলোসির স্বামী

হামলার শিকার হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী। ৮২ বছর বয়সী পল পেলোসিকে হাসপাতালে নেয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। তদন্ত করছে এফবিআই। খবর রয়টার্সের।

ন্যান্সি পেলোসির কার্যালয়ের একজন মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (২৮ অক্টোবর) ওয়াশিংটনে নিজ বাসভবনে থাকা অবস্থায় সহিংস হামলার শিকার হন পল। এসময় ন্যান্সি পেলোসি বাসায় ছিলেন না।

স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, হামলাকারী হাতুড়ি দিয়ে পলের ওপর আক্রমণ চালায়।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যান্সি পেলোসি অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। ২০২১ সালে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে চতুর্থ মেয়াদে স্পিকার নির্বাচিত হন। প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পরই ন্যান্সির অবস্থান সেদেশে।

এটিএম/

Exit mobile version