Site icon Jamuna Television

আখাউড়া পৌর যুবলীগ সভাপতি পুলিশের হাতে গ্রেফতার

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খানকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থ আত্মসাতের একটি মামলায় আদালতের ওয়ারেন্টের পর পলাতক ছিল যুবলীগ নেতা মনির খান।

শুক্রবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে পৌরশহরের নাইন স্টার হোটেলের সামনে থেকে আখাউড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।

তিনি যমুনা নিউজকে জানান, অর্থ ঋণের মামলায় বিজ্ঞ আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি পৌর যুবলীগের সভাপতি মনির খান। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে পৌরশহরের নাইন স্টার হোটেলের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও ওসি আসাদুল ইসলাম জানিয়েছেন।

মনির খান আখাউড়া পৌর যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন বলে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল নিশ্চিত করেছেন।

এটিএম/

Exit mobile version