Site icon Jamuna Television

রোহিঙ্গা সংকট: আবারও নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

রোহিঙ্গা সংকট নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে কথা বলবেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এ তথ্য নিশ্চিত করেন জাতিসংঘের পাবলিক অ্যাফেয়ার্স পরিচালক জেফরি ফেল্টম্যান। ৩ স্থায়ী সদস্য রাষ্ট্র- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ৪ অস্থায়ী সদস্য- মিসর, কাজাখস্তান, সেনেগাল ও সুইডেন এই বৈঠকের অনুরোধ জানিয়েছে। আজ সদস্য দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে রোহিঙ্গা ইস্যুতে একটি রূদ্ধদ্বার বৈঠকও হবে বলে জানানো হয়েছে।

রাখাইনে সংকট নিরসনের উদ্দেশ্যে আগেও দু’বার বৈঠকে বসেছিলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেসময়, উদ্বেগ জানিয়ে সু চি প্রশাসনকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানানো হয়। এই সংকট সমাধানে জাতিসংঘকে দ্রুত কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন রাখাইনে সেনা অভিযানকে গণহত্যা অভিহিত করেছেন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version