Site icon Jamuna Television

শাহিন জানিয়েছে জিতবে ব্রাজিল

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দলের জয় কে না চায়? সবাই চায় তার প্রিয় দল প্রতিটি খেলায় জিতুক। এ জন্য অনেকেই খেলার পূর্বে চাপ কমাতে হাজির হন জ্যোতিষদের কাছে। এই বিশ্বকাপে জ্যোতিষীর ভূমিকায় অবর্তীণ হয়েছে একটি উট। নাম শাহিন।

শাহিন এখন পর্যন্ত ২৯টি ম্যাচের ভবিষ্যত বাণী করেছে। যার মধ্যে ১৯টিই সঠিক হয়েছে। আজকের ব্রাজিল-মেক্সিকো ম্যাচ নিয়েও ভবিষ্যতবাণী করেছে শাহিন। ম্যাচ জিতবে ব্রাজিল। এ খবর দিয়েছে গালফ নিউজ।

এর আগে আর্জেন্টিনা-নাইজেরিয়ার ম্যাচে তার করা ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। এছাড়া কোয়ার্টার ফাইনালে চার ম্যাচ নিয়ে করা ভবিষ্যদ্বাণীর ৩টি মিলেছে। এবার পালা ব্রাজিল-মেক্সিকোর ম্যাচের। বাংলাদেশ সময় রাত ৮টায় সামারায় শুরু হবে ম্যাচটি।

Exit mobile version