Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জয়নুর রহমান (জনি) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৯ অক্টোবর) ভোরে সরকারি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত জনি ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফেইম অ্যাপারেলস লিমিটেডের জুনিয়র কিউআই পদে কর্মরত ছিলেন।

চাষাড়া রেলস্টেশনে দায়িত্বরত উপ-পরিদর্শক মোকলেছুর রহমান জানান, শুক্রবার রাতে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বাসে ওঠেন জনি। শনিবার ভোরে তার মরদেহ সরকারি মহিলা কলেজের সামনে পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রেলওয়ে হাসপাতালের পাঠায়।

ধারণা করা হচ্ছে, চাষাঢ়ায় বাস থেকে নেমে ফতুল্লা যাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় ছিনতাইকারীদের কবলে পড়েন জনি। তাদের সাথে ধস্তাধস্তির এক পযার্য়ের তাকে ছুরিকাঘাত করে পালিয়ে ছিনতাইকারীরা।

/এসএইচ

Exit mobile version