Site icon Jamuna Television

জার্মানির উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফর উপলক্ষে দেশত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (২৯ অক্টোবর) রাত ৩টা ২০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চোখ পরীক্ষা করাবেন। ৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডন ও জার্মানিতে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন। আগামী ১৩ নভেম্বর  রাষ্ট্রপতির  লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দল মোমেন, ডিপ্লোমেটিক কোরের প্রধান ও বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ‍্যাটারটন ডিকসন, জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টার, তিন বাহিনীর প্রধান, পররাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার এবং পুলিশের মহাপরিদর্শক প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএইচ

Exit mobile version