Site icon Jamuna Television

ইরানে প্রতিবাদ অব্যাহত, গুলিতে নিহত আরও ২ বিক্ষোভকারী

ছবি: সংগৃহীত

পুলিশি হেফাজতে নিহত তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানে বিক্ষোভকারীদের সাথে আবারও নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) পুলিশের গুলিতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে এই ঘটনা ঘটে। পোশাকের স্বাধীনতা ইস্যুতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর জেরে চলমান বিক্ষোভে এদিন কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তায় নামেন। বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনী টিয়ারগ্যাস ও গুলি ছোড়ে। এসময় আন্দোলনকারীরাও পাল্টা ইটপাটকেল ছোড়ে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো শহর।

এদিকে, ইরানে বিক্ষোভকারী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি জাতিসংঘের প্রতি ইরানের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। হিজাব পরাকে কেন্দ্র করে গেল মাসে পুলিশি হেফাজতে মৃত্যু হয় মাহসা আমিনির।

আরও পড়ুন: ইলন মাস্ককে অভিনন্দন জানিয়ে রাহুল গান্ধীর টুইট, চলছে বিতর্ক

/এম ই

Exit mobile version