Site icon Jamuna Television

গাদ্দাফির পিচ তুলে নিয়ে অস্ট্রেলিয়া যাও, বাবরকে ধুয়ে দিলেন আকরাম

ছবি: সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুইটি ম্যাচেই হেরে সেমিফাইনালের আশা ফিকে হয়ে গেছে পাকিস্তানের। বাবর আজমদের দিকে ধেয়ে যাচ্ছে সমালোচনার তীর। এবার কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম ক্ষুব্ধ কণ্ঠে বাবর আজমের প্রতি বলেছেন, অস্ট্রেলিয়ার পিচে খেলতে না পারলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পিচ তুলে যাও।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ওয়াসিম আকরাম বলেন, আমরা সবাই জানি, খেলায় হারজিত থাকবেই। কিন্তু এটাও মনে রাখতে হবে যে, নিজের হাতেও অনেক কিছুই থাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সম্পর্কে এক বছর আগে থেকেই আমরা জানতাম। দলে একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার দরকার। কিন্তু কেউই গুরুত্ব দেয়নি। এর জন্য অধিনায়ক বাবর আজম ও প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে দায়িত্ব নিতে হবে। তারা অলরাউন্ডার আমির জামালকে ইংল্যান্ড সিরিজে নিয়ে গেলো অথচ, অস্ট্রেলিয়ায় তার জায়গা হলো না।

অপরদিকে, বাবরের অধিনায়কত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, বাবর আজম দলের জন্য নিজের জায়গা ছাড়বে না। তাকে অধিনায়ক আর নেতার মাঝে পার্থক্যটা বুঝতে হবে। অস্ট্রেলিয়ার পিচে খেলতে হবে, এটা মাথায় নিয়েই দল সাজাতে হতো বাবরকে। সে বলছে, এখানকার পিচে খেলা বেশ কঠিন। তাহলে, বিশ্বকাপে গাদ্দাফি স্টেডিয়ামের পিচ নিয়ে এসো। তারপর সেখানে খেলো।

আরও পড়ুন: ‘শাহিনকে নয়, যারা তাকে খেলিয়েছে তাদের সমালোচনা করুন’

/এম ই

Exit mobile version