Site icon Jamuna Television

পঞ্চগড় সীমান্তে বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ অক্টোবর) আটোয়ারী উপজেলার দক্ষিণ ছেপড়াঝড় সীমান্ত থেকে বিকেলে ২টি পিস্তল ও ১১ রাউন্ড গুলিসহ একটি মোবাইল ফোন উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বিকেলে আটোয়ারী উপজেলার ছেপড়াঝাড় নামক সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার ৪০১ এর ৩ সাব পিলার এলাকায় সন্দেহজনকভাবে একজন ভারতীয় নাগরিককে চ্যালেঞ্জ করলে সে তার সাথে থাকা একটি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে চলে যায়৷ এ সময় বিজিবির টহল দল ব্যাগটি থেকে ২টি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করে।

থানায় বিজিবি সদস্যরা অস্ত্র ও গুলি এবং একটি মোবাইল জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বিজিবির বোধগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তফা জানান, টহলরত অবস্থায় বিজিবি সদস্যরা এক ভারতীয় নাগরিককে চ্যালেঞ্জ করলে পরে সেই নাগরিক ভারতের অভ্যন্তরে চলে যায়। তবে এ সময় তিনি একটি ব্যাগ ফেলে চলে গেলে পরে ব্যাগের ভেতর থেকে পিস্তল, গুলি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়৷

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে অস্ত্র উদ্ধার হয়েছে পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷ আমরা আমাদের সীমান্ত এলাকায় নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করেছি৷

এটিএম/

Exit mobile version