Site icon Jamuna Television

এখনও পুরোপুরি সুস্থ নন সালমান, ডেঙ্গু নিয়েই শ্যুটিং স্পটে

সম্প্রতি ডেঙ্গুতে আক্রন্ত হয়েছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। এমন খবরে বলিপাড়া সরগরম ছিলো বেশ কিছুদিন ধরে। অসুস্থতার কারণে শ্যুটিং বাতিল পর্যন্ত করতে হয়েছিলো। কিন্তু এবার অসুস্থতা নিয়েই শ্যুটিংয়ে ফিরলেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

সালমান ডেঙ্গুতে আক্রন্ত হওয়ার পরপরই তার বাড়ি গ্যালাক্সির আশপাশে শুরু হয় মশা তাড়ানোর অভিযান। ভাইজানের অবর্তমানে বিগ বসে কিছুদিন ছিলেন কারণ জোহর।

তবে বিগ বস এর বাড়িতে এই শুক্রবার সঞ্চালকের আসনে ফের দেখা যায় নায়ককে। কাজে ফেরার প্রসঙ্গে নায়ক বলেন, শ্যুটিংয়ে ফেরার জন্য আমাকে কেউ জোর করেননি। আমি নিজে থেকেই শুরু করেছি, কারণ এটা আমার কাজ।

এটিএম/

Exit mobile version