Site icon Jamuna Television

বোল্টের ধ্বংসযজ্ঞে ৪ ওভারেই ৪ উইকেট নেই শ্রীলঙ্কার!

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিডনিতে আজ জয় ছাড়া কোনো বিকল্প নেই শ্রীলঙ্কার। আর, এমন সমীকরণ মাথায় রেখে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ ওভারে ৩ এবং ৪ ওভারে ৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে দাসুন শানাকার দল। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮ রান।

কিউইদের ১৫ রানের মধ্যেই ৩ উইকেটের পতন ঘটিয়ে দারুণ সূচনা করেছিল শ্রীলঙ্কা। আর এদিক দিয়ে নিউজিল্যান্ডকে আরও এগিয়ে দিলেন সাউদি-বোল্টরা। এই দুই পেসারের তোপে ৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে লঙ্কানরা। শূন্য রানের মাথায় পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লিউ করেন টিম সাউদি। পরের ওভারে জোড়া আঘাতে কুশল মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভাকে সাজঘরে ফেরান ট্রেন্ট বোল্ট.

এরপর যখন নিজেদের ব্যাটিং লাইনআপে একজন গ্লেন ফিলিপসকে খুঁজে বেড়াচ্ছে শ্রীলঙ্কা, বোল্ট আক্রমণে এসে হানলেন আরেক আঘাত! চারিথ আসালাঙ্কাকে ফিন অ্যালেনের ক্যাচ বানিয়ে নিউজিল্যান্ডকে দুর্দান্ত সূচনা এনে দিলেন এই বাঁহাতি পেসার।

এর আগে, গ্লেন ফিলিপসের ৬৪ বলে ১০৪ রানের ওপর ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

আরও পড়ুন: অসাধারণ সেঞ্চুরিতে একাই কিউইদের টেনে নিলেন গ্লেন ফিলিপস

/এম ই

Exit mobile version