Site icon Jamuna Television

মাদক নির্মূলে আইন আরও শক্তিশালী করা দরকার: পাটমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা যেন ১-২ বছরের মধ্যে জামিনে বের হতে না পারে এমন কঠোর আইন হতে হবে। তাহলে মাদক ধীরে ধীরে নির্মূল হবে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কমিউনিটি পুলিশং ২০২২ এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, মাদক অনেক বড় একটি সমস্যা। অনেক বেকার লোক মাদকে সঙ্গে জড়িয়ে পড়ে। আমরা দেখি হাজার হাজার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু আবার এক সপ্তাহ পরে ছাড়া পেয়ে ফিরে এসেছে। এই ফিরে আসাটা রোধ করতে হবে। এটি আইনের ব্যাপার। আইনটাকে আরও শক্ত করতে হবে। আমাদের আইনের সংশোধনী আনতে হবে।

আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে দাবি করে পাট মন্ত্রী বলেন, সে যাই বলুক না কেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। পুলিশ এখন টেকনোলজি ব্যবহার করছে। ফলে অপরাধ প্রবণতা অনেক কমে গেছে। মামলার সংখ্যা অনেক কমেছে। জনসংখ্যা যেভাবে বাড়ছে সেভাবে পুলিশ না বাড়লেও আইন শৃঙ্খলার অবনতি হয়নি বরং উন্নতি হয়েছে।

এএআর/

Exit mobile version