Site icon Jamuna Television

বিয়ের পর ক্যাটরিনাকে নতুন নাম দিলেন শাশুড়ি

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ বলি পাড়ার অন্যতম চর্চিত জুটি। দুজনের প্রেম থেকে বিয়ে তারপর হানিমুন। সব কিছুই যেনো কাটছে স্বপ্নের মতো। শ্বশুর, শাশুড়ি, দেবরকে নিয়ে দিব্যি সংসার করছেন এই সুন্দরী। আর তাইতো ভিকির মা পুত্রবধূকে আদর করে দিলেন নতুন নাম। খবর আনন্দবাজার পত্রিকার।

বিয়ের পর ক্যাট হয়ে গিয়েছিলেন শ্বশুর বাড়িতে। আর পাঞ্জাবি পরিবারে সদস্যদের নাম একটু অন্য ধাঁচের হয়ে থাকে। আর তাইতো ক্যাটের শাশুড়ি তাকে নাম দিলেন ‘কিট্টু’।

প্রায় এক বছর হতে চলল সংসার পেতেছেন ক্যাটরিনা। ৯ ডিসেম্বর ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা। এই কয়েক মাসে জীবনে এসেছে অনেক পরিবর্তন। তেমনই আরও এক গল্প শোনালেন নায়িকা। বললেন, শ্বশুরবাড়িতে আমায় সবাই ভালবেসে কিট্টু বলে ডাকে। হিট-ফ্লপের মাঝে নায়িকা নিজের জীবন যে বেশ গুছিয়ে নিয়েছেন এই গল্প যেনো তারই প্রমাণ।

এটিএম/

Exit mobile version