Site icon Jamuna Television

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন সৌদি প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

নভেম্বরের মাঝামাঝি ভারত সফর করতে পারেন সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। জি-২০ সম্মেলনের পূর্বে এই সফর দুই দেশের জ্বালানি, বিনিয়োগ ও নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়।

শনিবার (২৯ অক্টোবর) ইকোনমিক টাইমসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ভারতের চতুর্থ বড় বাণিজ্যিক অংশীদার সৌদি আরব। দেশটি থেকে ১৮ শতাংশের বেশি অপোরিশোধিত তেল আমদানি করে ভারত। গত বছরের শেষ ৯ মাসে দুই দেশের মধ্যে ২৯.২৮ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়।

এদিকে, রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের উৎপাদন কমানোর সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্র ও সৌদি রাজ পরিবারের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। এরপরও চলতি মাসের শুরুর দিকে সৌদি আরব ও ভারতের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়।

সম্প্রতি এক বৈঠকে জ্বালানি তেলের উৎপাদন দৈনিক রেকর্ড ২ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দেয় ওপেক প্লাস। তাদের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে ব্যাপক ক্ষোভের পাশাপাশি উদ্বেগ তৈরি করেছে।

এএআর/

Exit mobile version