Site icon Jamuna Television

বিরল রোগে আক্রান্ত সামান্তা

ছবি: সংগৃহীত।

একটি বিরল রোগে আক্রান্ত হয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্তা প্রভু। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট দিয়ে সেই তথ্যই জানিয়েছেন তিনি। বলেন, আমি যা ভেবেছিলাম, সুস্থ হতে তার চেয়েও বেশি সময় লাগবে। খবর আনন্দবাজার পত্রিকার।

ইনস্টাগ্রামে যে ছবি সামান্তা পোস্ট করেছেন, তাতে তার হাতে ওষুধের পাইপ লাগানো দেখা গেছে। ছবির নিচে সামান্তা জানান, কয়েক মাস আগে আমার একটি অটো ইমিউন রোগ ধরা পড়ে। রোগটির নাম মায়োসাইটিস। ভেবেছিলাম, সুস্থ হওয়ার পরেই সে কথা জানাবো। কিন্তু যা ভেবেছিলাম, সুস্থ হতে তার থেকে বেশি সময় লাগছে।

সামান্তা যে রোগে আক্রান্ত হয়েছেন সেটি অত্যন্ত বিরল একটি রোগ। এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের দেহেরই সুস্থ সবল পেশিকে আক্রমণ করে। ফলে রোগীর পেশি দুর্বল হওয়ার পাশাপাশি তাতে যন্ত্রণাও শুরু হয়। এই রোগে আক্রান্তরা খুব বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারে না। ক্লান্তির ফলে যে কোনো সময়ই পড়ে যেতে পারে সে।

তবে সামান্তা জানান, তার চিকিৎসকরা শতভাগ বিশ্বাসী, সামান্তা সুস্থ হয়ে উঠবেন। এখন বিশ্রামে থাকতে হচ্ছে তাকে। নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়েই লড়াই করে যাচ্ছেন সামান্তা।

এসজেড/

Exit mobile version