Site icon Jamuna Television

‘সুইস ব্যাংকে আ. লীগের নেতাকর্মীরা ১ বছরে ৪ লাখ কোটি টাকা জমা করেছে’

গত এক বছরে সরকারি দলের নেতাকর্মীরা শুধুমাত্র সুইজারল্যান্ডের ব্যাংকেই চার লাখ কোটি টাকা জমা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বলেন, এছাড়া দেশের টাকা দুবাই আর থাইল্যান্ডেও যাচ্ছে।

শনিবার (২৯ সেপ্টম্বর) দুপুরে জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, সাধারণ মানুষের হাতে টাকা নেই। দেশের মেগা প্রকল্পের জন্য যে ঋণ নেয়া হয়েছে, আগামী বছরের মধ্যে তা সুদে আসলে প্রায় ২২ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। আগামীতে রিজার্ভ সঙ্কট আরও তীব্র হবে বলে শঙ্কা প্রকাশ করেন জি এম কাদের।

এদিকে, ৬ বছর পর অনুষ্ঠিত সম্মেলনকে ঘিরে জামালপুর জেলায় দলটির নেতাকর্মীরা বেশ উজ্জীবিত হয়েছেন। সম্মেলনে জেলা কমিটির সভাপতি হিসেবে মোস্তফা আল মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন খানের নাম ঘোষণা করেন জি এম কাদের।

/এমএন

Exit mobile version