Site icon Jamuna Television

মাদক মামলায় ফের বিপাকে ভারতী-হর্ষ

আবারও মাদক মামলায় বিড়ম্বনায় ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ। ২০২০ সালে মাদক মামলায় কারাভোগ করেছিলেন এই দম্পতি। বর্তমানে জামিনে আছেন তারা। এরই মধ্যে সেই মাদক মামলার চার্জশিট জমা দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। খবর জি নিউজের।

মুম্বাইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্টে ২০০ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে এনসিবি। শনিবার (২৯ অক্টোবর) সেই খবর তথ্য জানা গেছে।

এর আগে, ২০২০ সালের ২১ নভেম্বর মুম্বাইয়ের অন্ধেরীর লোখেন্ডওয়ালায় ভারতীর বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। সে সময় বাড়ি থেকে ৮৬.৫ গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল বলে দাবি করেন তদন্তকারীরা। এই ঘটনায় ভারতী ও হর্ষকে গ্রেফতারও করা হয়।

এরই জেরে ২০২০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পরে আদালতে জামিনের আবেদন করেন এই দম্পতি। ওই বছরের ২৩ নভেম্বর তারা জামিনে মুক্ত হন।

বর্তমানে ছেলে লক্ষ্য়কে নিয়ে ভালোই দিন কাটছে হর্ষ-ভারতী দম্পতির। সংসার আর কাজ দু’টোকেই সমানভাবে সামলাচ্ছেন এই দম্পতি। তবে দু’বছর পর পুরনো এই মামলার চার্জশিট জমা দেয়ার ঘটনায় আবারও বিড়ম্বনায় পড়েছেন এই দম্পতি।

এসজেড/

Exit mobile version